বর্নাঢ্য আয়োজনে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত।।
বর্নাঢ্য আয়োজনে বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে র্যালি, উন্মুক্ত আলোচনা সভা ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হয়। প্রথমে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে ফিতা কাটার পর ট্রাকযোগে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে ট্রাক শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে সবাই আলোচনা ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ সোয়েব, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সহ ক্যাবের সদস্যবৃন্দ, সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি,ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।