বরিশাল সিটিতে আগামী ১২ জুন সাধারণ ছুটির নির্দেশনা

বরিশাল সিটিতে আগামী (১২ই জুন) সাধারণ ছুটি থাকবে। নির্বাচন কমিশন (ই.সি) এমন সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার রহমান নির্দেশনাটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ জুন রোজ সোমবার খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং ০২টি পৌরসভার (আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি কর্পোরেশন ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন এবং আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ জুন রোজ সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *