বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ জন দালাল আটক

সিয়াম সাধনার মাস এই পবিএ মাহে রমজান। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ও মহানগরের আওতাধীন সকল সরকারি হাসপাতাল গুলোতে হত-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রোগব্যধির সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পবিএ মাহে রমজানের প্রথমদিন ৩’রা এপ্রিল রোজ রবিবার দুপুরে বরিশাল সদর হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভুক্তভোগী রোগীদের প্রতিনিয়ত হয়রানি করা দালালচক্রের ৩ জন নারী ও ১ জন পুরুষসহ ৪ জন দালাল চক্রের সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।আটককৃতরা হলেন (১) শর্শী, (২) শিল্পি,(৩) সেজমিন ও লাইফ লাইন ডায়াগনিস্টিক এর রিসিপশনিষ্ট (৪) আল-আমিন। বরিশাল জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। তিনি জানান,বরিশাল মহানগরসহ আশ-পাশের জেলা-উপজেলা থেকে প্রতিনিয়ত আসা অসহায় গরিব রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় অসহায় ও ভুক্তভোগী রোগীদের হয়রানিরোধে দালালদের দমনে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এরই ধারাবাহিকতায় রোববার বরিশাল সদর হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ৩ জন নারী ১ জন পুরুষ দালালসহ ৪ জনকে আটক করা হয় এবং তৎক্ষনাৎ আটকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। অসহায় ও গরীব রোগীদের সরকার কর্তৃক গৃহীত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এ ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *