প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ
বরিশাল শেবাচিমে একজন জেল কয়েদীর মৃত্যু
গত বছর বরিশালের বাউফল উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উওোলনের সময় প্রকাশ্যে ও সরেজমিনে বরিশালের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া এক বছরের স্বশ্রম সাজায় কারাদন্ড প্রাপ্ত একজন জেল কয়েদীর মৃত্যু হয়েছে। ১৬ ই মার্চ বুধবার বরিশাল শেরে-বাংলা- মেডিক্যাল কলেজ (শে.বা.চি.ম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কয়েদীর নাম আব্দুল হালিম (৪৬)।
তিনি সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তথ্য সূএ অনুযায়ী ঔই ওয়ার্ডের স্থানীয় সদস্য মোঃ জাহিদুল ইসলাম রিপন জানান,গত বছর ডিসেম্বর মাসে বাউফল উপজেলার পাশ দিয়ে বহমান নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয় আব্দুল হালিমসহ তার সঙ্গীয় চারজন এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড দেন। তিনি আরও জানান, গত ১৩ মার্চ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন জেল কয়েদী আব্দুল হালিম। অতিরিক্ত অসুস্থ হওয়ার তাকে দ্রুত বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে ভর্তি করায় কারা কর্তৃপক্ষ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পূর্ন আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে মৃতের লাশ দাফন করার জন্য তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। এ বিষযে পটুয়াখালী জেলা কারাগারের ডেপুটি জেলার মোঃ ইব্রাহীম জানান,পটুয়াখালী কারাগারে চিকিৎসাধীন ছিল আব্দুল হালিম। গত ১৩ মার্চ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শে.বা.চি.ম হাসপাতালে পাঠানো হয় এবং শে.বা.চি.ম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত