প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২২, ৩:৪১ পূর্বাহ্ণ
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে সভাপতি কাজী বাবুলের ৭০ তম জন্মদিন পালন
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল-এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের জন্মদিন আনন্দময় মূহুর্তের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের নেতৃত্বে ও প্রেসক্লাবের সদস্যদের যৌথ উদ্যোগে সোমবার (২ মে) রাতে আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাকক্ষে বর্ণাঢ্য আনন্দ আয়োজনে সভাপতি কাজী নাসির উদ্দীন বাবুলের ৭০ তম জন্মদিন পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন নেগাবান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমজাদ হোসাইন, বরিশাল ইন্ডাপিন্ডেস চ্যানেলের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, জাগো নারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার, আজকের বার্তার সিনিয়র রিপোর্টার জিয়া বাবু, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দু এদাবর,সাংস্কৃতিক সম্পাদক কে.এম নয়ন, প্রেসক্লাবের সদস্য এম মিরাজ, বরিশাল দৈনিক সকালের বার্তার প্রতিষ্ঠাতা ও বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ শামীম আহসান, সাংবাদিক নাজমুলসহ প্রমুখগন।
কাজী নাসির উদ্দিন বাবুল ১৯৫২ সালের ২ মে বরিশাল নগরীর গড়িয়ার পাড় এলাকার সম্ভ্রান্ত পরিবার কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বরিশাল মিডিয়াপাড়ার অন্যতম একজন প্রিয় অভিভাবক। তার হাত ধরে বরিশালের অনেকেই সাংবাদিকতার শীর্ষ পর্যায়ের অধিষ্ঠিত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সভাপতির গুরুদায়িত্ব পালন এবং প্রেসক্লাবের উন্নয়নের স্বার্থে যেকোন পদক্ষেপে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি সর্বদা অসহায় ও নির্যাতিত গনমাধ্যম কর্মী ও সাংবাদিকদের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতায় আত্মনিয়োগ করে যাচ্ছেন। তার একটাই কথা সাংবাদিকদের পাশে আছেন এবং থাকবেন একইভাবে। বরিশাল মিডিয়া পাড়াকে সন্মান ও আস্থার উচ্চতর অবস্থানে তার ভূমিকা অপরিসীম।
কাজী নাসির উদ্দীন বাবুলের শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বরিশালের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত