”চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী” বরিশাল জেলা পুলিশ এর আয়োজনে গত ৩০ জুলাই রাত আটটায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব ওয়াহিদুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার, বরিশাল এর সভাপতিত্বে বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান'র পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। বরিশাল জেলা পুলিশ বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব এস.এম আক্তারুজ্জামান মহোদয় এর বদলি জনিত বিদায়ে বরিশাল রেঞ্জ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা দায়রা জজ, বীর মুক্তিযোদ্ধাগন,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, কমান্ড্যান্ট (আর. আর. এফ), বরিশালসহ জেলা, রেঞ্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ । বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহ্জাহান হোসেন, পিপিএম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।