২৪ জুলাই রোজ রবিবার বরিশাল সিটি করপোরেশন ও মহানগর এর আওতাধীন বিভিন্ন মন্দির এর সকল ব্রাহ্মণ ও পুরোহিতগনের সমন্বয়ে গঠিত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বরিশাল সিটি করপোরেশনের মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে বরিশাল মহানগরীর আওতাধীন সকল সন্মানিত ব্রাক্ষ্মণ ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রসংঙ্গ বিষয় নিয়ে জরুরী এই সভার আয়োজন করা হয়। বরিশাল মহাশ্মশানঘাট কালী মন্দিরে রবিন্দ্রনাথ চ্যাটার্জির সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন শ্রী তমাল মালাকার (সভাপতি,বাংলাদেশ পূজা উদ্-যাপন পরিষদ,
মহানগর বরিশাল ও সাধারণ সম্পাদক মহাশ্মশান বরিশাল)। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মানিক মুখার্জী (কুডু) সভাপতি বাংলাদেশ পূজা উদ্-যাপন পরিষদ বরিশাল জেলা কমিটি, শ্রী সঞ্জয় চক্রবর্তী সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদ্- যাপন পরিষদ বরিশাল জেলা, শ্রী চঞ্চল দাস পাপ্পা সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদ্- যাপন পরিষদ মহানগর বরিশাল, শ্রী শ্যামল চন্দ্র চক্রবর্তী আহবায়ক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, শ্রী শিবু ভট্টাচার্য যুগ্ন আয়বায়ক, শ্রী সেকর চক্রবর্ওী যুগ্ন আয়বায়ক, শ্রী সঞ্জীব সিংহ বর্মন সদস্য সচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, বিশ্বজিৎ কুমার রায় (সাংবাদিক) এবং বিভিন্ন মন্দির থেকে আগত পুরোহিত ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ এর আহবায়ক কমিটি বরিশাল জেলা ও পুরোহিত সমিতির নেত্রীবৃন্দ গন উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত পুরোহিতগনকে জরুরী ভাবে বরিশাল জনতা ব্যাংঙ্ক কর্পোরেট শাখায় দ্রুত একাউন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে ।