বরিশাল মহানগরীর দুটি ঐতিহ্যবাহী মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। হিন্দু (সনাতন) ধর্মালম্ভীদের সব চাইতে বড় উৎসব দূর্গাপুজো, আর আসন্ন এই দূর্গাপুজা কে সামনে রেখে ঢেলে সাজানো হচ্ছে মন্দির গুলো তথা মন্দির এবং পুজা উদযাপন পরিচালনা কমিটি।
তারই ধারাবাহিকতায় গতকাল (৪ আগস্ট) রোজ শুক্রবার নগরীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন পরিষদ ও শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির পূজা উদযাপন পরিষদ কমিটির নতুন করে গঠন করা হয়।
শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়েছে লিমন কৃষ্ণ সাহা ( কানু সাহা) ও সাধারন সম্পাদক করা হয়েছে সাংবাদিক তন্ময় তপুকে, অপর দিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিশু ও সাধারণ সম্পাদক ভানু লাল দে কে নির্বাচিত করে আগামী আসন্ন দূর্গাপুজা উৎযাপনে সার্বিক দায়িত্ব পালন করবেন নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ।
তাদের নতুন কমিটির সকল সদস্য বৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ,যুব ও ছাত্র ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।