আজ বৈদিক নৃত্যনাট্য সংস্থা বরিশাল'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ ১লা সেপ্টেম্বর বরিশাল নগরীর দপ্তরখানাস্থ রাধাগোবিন্দ জিউর মন্দিরে বৈদিক নৃত্যনাট্য সংস্থা বরিশাল'র আয়োজিত ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তিমির কুমার গুহ।
কিশোর চন্দ্র বালা'র সভাপতিত্বে ও উক্ত সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য অভিজিৎ দাস, টোটন দাস ও অনুপ বালা সহ বৈদিক পাঠশালা দপ্তরখানা শাখার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয় এই সংগঠনের অগ্রযাত্রা। সনাতন ধর্মীয় নৈতিক মূল্যবোধ ও বেদ, পুরাণের আদর্শ প্রচার করে শিশু ও যুবদের মধ্যে সনাতনী চিন্তার চর্চা ও প্রসারে কাজ করছে সংস্থাটি।