বরিশাল বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত পিরোজপুরের জাহেদুর রহমান

 পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহেদুর রহমান স্যার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী জাহেদুর রহমানকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কর্তৃক প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হচ্ছ, জেলার মঠবাড়ীয়া আশ্রয়ণ প্রকল্পে ‘বড়মাছুয়া মুজিববর্ষ পল্লী প্রাথমিক বিদ্যালয়’ নির্মাণ করা, শতভাগ স্বচ্ছ প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন, প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার হ্রাস ও নতুন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অভিভাবক সমাবেশ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং শেখ রাসেল স্কুল অব ফিউচার এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম। এ ছাড়াও মোহাম্মদ জাহেদুর রহমান পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে ২০২২ সালের ২৬ জানুয়ারী যোগদানের পর থেকেই জেলার সার্বিক মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *