বরিশাল নগরীতে মাএ ৪ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করেছে বিসিসি

 বরিশাল নগরীতে মাত্র ৪ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। গত রোববার ১০ জুলাই পবিএ ঈদুল আজহার প্রথম দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর ৩০টি ওয়ার্ডে ৪০ জন করে সর্বমোট ১২০০ জন পরিচ্ছন্ন কর্মী এই কার্যক্রম পরিচালনা করেছেন।
বরিশাল সিটি করপোরেশনের নগর পরিচ্ছন্নতা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম বলেন, ‘২০টি ময়লাবাহী ও ২টি পানিবাহী গাড়ি এই বর্জ্য অপসারণে কাজ করছে, এছাড়া দূষনমুক্ত করনে আমরা প্রতিটি ওয়ার্ডে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছি।’ তিনি আরও জানান,’এবার কোরবানির পশুর পরিমাণ কম হওয়ায় আমরা সন্ধ্যা ৬টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।’ বিগত বছরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে নূন্যতম ৬ ঘণ্টা লাগলেও এবার মাত্র ৪ ঘণ্টায় আমাদের পরিচ্ছন্নতায় নিযুক্ত কর্মীরা এই কাজ শেষ করতে পেরেছেন।
বিসিসির আরও একজন পরিচ্ছন্নতা কর্মী সুমন মোল্লা জানান, সকালের ঈদের নামাজ ও যামাত শেষ করেই পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। ঈদ পূর্বে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ৪ ঘণ্টায় সকল বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়ার পরপরই বিসিসি কর্তৃপক্ষ সঠিক দিক নির্দেশনায় এই কর্মযজ্ঞ বাস্তবায়ণের উদ্যোগ নেয়। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সুন্দর ভাবে নগর পরিচ্ছন্নতার কাজটি সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *