গত ২৮ জুন ২০২২ বেলা সারে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে,বরিশাল নগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন এর নের্তৃত্বে এস.আই লোকমান হোসেন সহ সঙ্গীয় চৌকস অভিযানিক টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২০নং ওয়ার্ডের সি.এন্ড.বি বৈদ্যপাড়া রোডের মূখ সংলগ্ন “ শাহাজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ”নামক দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় গ্যাস সিলেন্ডারে বিশেষ পদ্ধতিতে লুকায়িত ৫৫ বোতল ফেনসিডিল সহ সুমন মন্ডল (নও মুসলিম) (৪২), পিতা- মৃতঃ সচীন মন্ডল, মাতা- অঞ্জনা, সাং- খালফুলিয়া, ১২নং নিত্তানন্দপুর ইউপি, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ, এ/পি- সাং- গদখালী, সদিয়ালী, গদখালী ইউপি, থানা-ঝিকরগাছা, জেলা- যশোরকে আটক করেন। ধৃত অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।