বরিশাল ডিএনসি জেলা কার্যালয়ের পৃথক দুটি অভিযানে ৩৩ কেজি গাজাসহ গ্রেফতার ০৩ জন।।

বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন চুনারচর পাতারহাট লঞ্চঘাটের সামনে থেকে সর্বমোট ৩৩ কেজি গাঁজার বিশাল চালানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

গত বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মেহেন্দিগঞ্জ ধানাধীন পাতারহাট লঞ্চঘাটে মিন্টু জমাদ্দার স্টোরের সামনে থেকে ২৫ কেজি গাঁজাসহ ০১ জনকে এবং একই স্থানের সৈয়দ আলী ফৌজদারের মুদি দোকানের পার্শ্ব থেকে ০৮ কেজি গাজাসহ ০১ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। আরো জানা যায় ঐ এলাকায় নোঙর করা এমভি পারিজাত লঞ্চ থেকে নামার সময় গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আব্দুল আজিজ নামের একজন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত আব্দুল আজিজ বরিশাল নগরীর বেলতলা এলাকার বাসিন্দা মোখলেছুর রহমানের ছেলে।

মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভির আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অপর দুই মাদক কারবারি হলেন- কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত আব্দুল করিম খন্দকারের ছেলে জাকির খন্দকার (৪২) ও বরিশাল সদর উপজেলার চরমোনাইর শালুকা গ্রামের ছমেদ মল্লিকের ছেলে ফারুক মল্লিক (৩৮)। আটকৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অদ্য অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ। তিনি জানান, এমভি পারিজাত লঞ্চটি লক্ষ্মীপুর মধু চৌধুরীর হাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটিতে গাঁজার বিশাল চালান বরিশালের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত বুধবার দুপুর দুইটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট স্টিমারঘাটে নোঙর করা হলে লঞ্চটিতে তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করা হয়।

তিনি জানান, অভিযানের শুরুতে আটক করা হয় আব্দুল আজিজকে। তার কাছ থেকে সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সাথে নিয়ে এমভি পারিজাত লঞ্চে আসা আটকৃত অপর দুই মাদককারবারির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৩৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তারা দুজন কুমিল্লা থেকে গাঁজার চালান বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে নিয়ে আসছিল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *