বরিশাল ডিএনসি কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ আটক ০২


বুধবার ২৯ জুন ২০২২ তারিখ বেলা সারে তিনটায় বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক ইসতিয়াক হোসেন ও তার সঙ্গীয় ফোর্স খন্দকার জাফর আহমেদ,মোঃ ফারুক হোসেন,দীপংকর মন্ডল, আব্দুল হামিদ, ইমাম হোসেন সাব্বির,মোঃসিদ্দকুর রহমান,মোঃ কায়সার উদ্দীন,মোঃ ওবায়দুল্লাহ খান,সোহাগ মিয়া এবং মোঃ সবুর এর সমন্বয়ে গঠিত একটি টিম বরিশাল কোতয়ালী মডেল থানাধীন ২৪ নং ওয়ার্ডের পূর্ব রূপাতলী দপদপিয়া ব্রিজ সংলগ্ন ফ্রুডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামীয় দোকানের সামনের ফুটপাতের উপর দন্ডায়মান অবস্থায় বান্দরবান জেলাধীন শেরে-বাংলা সড়রকের (১) মোঃ হুমায়ুন কবির খান(৫১) ও সিরাজগঞ্জ জেলার দক্ষিন তেঙ্গুরী চরের মোঃ সোহেল ফকির (৩০) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে দেহ তল্লাশি ও গ্রেফতারপূর্বক তাদের নিকট হতে সর্বমোট এক হাজার (১০০০) পিস ইয়াবা জব্দ করা হয়।
বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন দৈনিক শতবর্ষকে জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধ মাদকদ্রব্য অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামী দ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের ও জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন।