প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ
বরিশাল ডিএনসির পৃথক অভিযানে ৭০৫০ পিস ইয়াবা ও ১ টি মোটরসাইকেলসহ গ্রফতার ০২
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে সর্বমোট ৭০৫০ পিস (সাত হাজার পঞ্চাশ) এমফিটামিনযুক্ত সর্বনাশা মাদক ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোটরসাইকেলসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল চারটা থেকে সাড়ে পাঁচটার দিকে প্রথমে বরিশাল কাড়াপুর নবগ্রাম রোড এবং পরবর্তীতে ঝালকাঠী কৃষ্ণকাঠী এলাকার অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা সূত্রে জানানো হয়, গত বুধবার বিকেল চারটার দিকে বরিশাল কড়াপুর এলাকার নবগ্রাম রোডের হাওলাদার বাড়ির গেটের সামনে থেকে ৩১৫০ পিস (তিন হাজার একশ পঞ্চাশ) ইয়াবা ও ০১টি (YAMAHA-FZS-V3) মডেলের মোটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে ঐদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝালকাঠি জেলার সদর থানাধীন কৃষ্ণকাঠী এলাকার শাহী ৯৯ জর্দা কোম্পানীর ভিতর থেকে ৩৯০০ পিস (তিন হাজার নয়শত) এমফিটামিনযুক্ত সর্বনাশা মাদক ইয়াবা ট্যাবলেটসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল কাশিপুর এলাকধীন বিসিসি ৩০ নং ওয়ার্ডে চহঠা গ্রামের বাসিন্দা মৃতঃ আবদুল মালেক হাওলাদারের পুত্র মোঃ রাসেল হাওলাদার (৩৭) এবং বরিশাল জেলার গৌরনদী থানার খানজাপুর ইউনিয়নের পশ্চিম বায়শার বাসিন্দা মোঃ জালাল মাতুব্বরের পুত্র মোঃ বেলায়েত মাতুব্বর(৩৫)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে (২২ ফেব্রুয়ারী) রোজ বুধবার বিকাল চার ঘটিকায় বরিশাল কড়াপুর নবগ্রাম রোডস্থ হাওলাদার বাড়ির গেটের সামনে থেকে মোঃ রাসেল হাওলাদার(৩৭) কে ৩১৫০পিস (তিন হাজার একশত পঞ্চাশ) পিচ ইয়াবা দেহ তল্লাশি করিয়া গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী ঐদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝালকাঠি সদর থানাধীন কৃষ্ণকাঠী এলাকার শাহী ৯৯ জর্দা কোম্পানীর ভিতর পশ্চিম পাশের দক্ষিন দুয়ারীর একটি সেমিপাঁকা ঘর তল্লাশি করিয়া মাদক কারবারি মোঃ বেলায়েত মাতুব্বর(৩৫) এর নিকট হইতে ৩৯০০ পিস (তিন হাজার নয়শত) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান , গ্রেফতারকৃত মোঃ রাসেল হাওলাদার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় এবং মোঃ বেলায়েত মাতুব্বর এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ঘোষিত মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল ইউনিট প্রতিনিয়ত এধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখাতে বদ্ধপরিকর বলেও জানান তিনি
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত