বরিশাল ডিএনসির গোয়েন্দা শাখা কর্তৃক ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৩
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল হেন্ডসেটসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর রোজ রবিবার বেলা দুইটার সময় গোপন তথ্য সংবাদের ভিওিতে বরিশাল এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০নং ওয়ার্ডস্থ বরিশাল-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত মদিনা এল.পি গ্যাস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর দন্ডায়মান অবস্থায় চাঁদপুর জেলার নায়েরগাও ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাটন এলাকার স্থানীয় বাসিন্দা মৃত জসিম উদ্দীন মিয়ার ছেলে (১) মোঃ রাসেল মিয়া(৩২),কুমিল্লা জেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আফসার উদ্দিনের ছেলে (২) মোঃ জসিম(৩২) এবং চাঁদপুর জেলার আশ্বিনপুর মাঝের বৈদ্যবাড়ী এলাকার বাসিন্দা মোঃ লুৎফর রহমানের পুএ (৩)আসিফুর রহমান আসামী দ্বয়কে বিধিমতে তল্লাশি পূর্বক সর্বমোট ১০ কেজি গাঁজা ও ০২ টি মোবাইল হেন্ডসেটসহ গ্রেফতার করতে সক্ষম হই। সূত্রে আরো জানানো হয়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন নিজ বাদী হয়ে বর্নিত আসামিদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের ও জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে।