প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২২, ১১:১৬ অপরাহ্ণ
বরিশাল ডিএনসির অভিযানে ৬’শ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ জন
বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে ৬শ পিস ইয়াবাসহ মোঃ আঃ কুদ্দুস জোমাদ্দার (৩৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩১ অক্টোবর রোজ সোমবার আনুমানিক দুপুর ০২:০০ ঘটিকার দিকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন। গ্রেফতারকৃত মোঃ আঃ কুদ্দুস জোমাদ্দার পটুয়াখালীর মহিপুর উপজেলার নাজিরপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু ছত্তার জমাদ্দারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকাগামী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসছে।
সেই সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার জাফর আহমেদ, সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক দীপংকর মণ্ডল, আব্দুল হামিদ, ইমাম হোসেন শামীম, মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃ হেলাল উদ্দিনকে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি রেইডিং পার্টি গঠন করে নগরীর নথুল্লাবাদে অভিযান পরিচালনা করেন। এসময় ৬০০ পিস ইয়াবাসহ কুদ্দুসকে আটক করা হয়। আটককৃত কুদ্দুসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বরিশাল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ইশতিয়াক হোসেন নিজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত