প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৮:৪০ অপরাহ্ণ
বরিশাল ডিএনসির অভিযানে ১৭৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
আজ ২ জুন বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় গোপন তথ্য সংবাদের ভিওিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক জনাব মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে চৌকস অফিসার উপ- পরিদর্শক ইশতিয়াক হোসেন,সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন, দীপংকর মন্ডল, আব্দুল হামিদ,মোঃআব্দুল আজিজ,মোঃ সোহাগ মিয়া এবং মোঃ সবুর এর সমন্বয়ে গঠিত একটি টিমের অভিযানে পটুয়াখালী জেলার মহিপুর থানার ৬নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সফর আলম ফকিরের ছেলে মোঃ হাসান (২৩) কে বরিশাল এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের বি.আর.টি.সি বাস ডিপোর গেটের সম্মূখে পূর্ব পাশের সাজিদ স্টোরের সামনের রাস্তার উপর দন্ডায়মান অবস্থায় আসামীর দেহ তল্লাশি করিয়া পরিহিত পেন্টের ডান পকেট থেকে সর্বমোট ১,৭৭০(এক হাজার সাতশত সওর) পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ১৭৭ (একশত সাতাওর) গ্রাম মূল্য- ৮,৮৫,০০০/-(আট লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং একটি মোবাইল হেন্ডসেটসহ গ্রেফতার করে।
পরবর্তীতে, বরিশাল মাদকদ্রব্য অধিদপ্তর বরিশালের এস.আই মোঃ ইশতিয়াক হোসেন জানান, নিজ বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আসামিকে জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত