বরিশাল ডিএনসির অভিযানে ১৯৯০ পিস ইয়াবাসহ এক পুলিশ সদস্য ও মাদক কারবারি আটক

 বরিশালে বিপুল সংখ্যক ইয়াবাসহ একজন বরখাস্ত পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। আজ (০৬ নভেম্বর) রোজ সোমবার সকাল ১০টার দিকে বিমানবন্দর থানাধীন রহমতপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে নীল রংঙ্গের ১০টি জিপারে সর্বমোট ১৯৯০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল জেলা পুলিশের সদস্য আসাদুজ্জামান আসাদ। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিঞার ছেলে। এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছেন এবং সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলার আসামী ও বরিশাল জেলা পুলিশ থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। অপর আরেকজন হলেন,ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুম (৪০)।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে রহমতপুর বাস টার্মিনালে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের যাএীবাহী একটি বাস তল্লাশি করে তাদেরকে আটক করা হয়। আটকৃত দুইজনের একজন বরখাস্ত পুলিশ সদস্য এবং অপরজন তার সহযোগী এবং তাদের দুজনের বিরুদ্ধেই পূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে নিজ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন এস.আই ইশতিয়াক হোমেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান ,পলিথিনে মোরানো নীল রঙের ১০ টি জিপারে সর্বমোট ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। গ্রেফতারকৃত ঐ দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দ্বায়েরসহ বরিশাল বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। তিনি আরো জানান,বর্তমান সরকার তথা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে একযোগে কাজ করে চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *