প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
বরিশাল ডিএনসির অভিযানে ১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ০১
বরিশালে ১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
অদ্য মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর ২৯ নং ওয়ার্ডের, পশ্চিম ইছাকাঠী,ভূইয়া সড়ক এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস অফিসারবৃন্দ।
অদ্য অভিযানে মোঃ আরিফুর রহমান ওরফে রিয়াজ ভূঁইয়া(৪০) কে সর্বমোট ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের "ক"সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান ও তার সঙ্গীয় অফিসারদ্বয়ের বিশেষ একটি টিম।
পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছিদ্দিকুর রহমান দৈনিক শতবর্ষকে জানান, গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নগরীর ২৯ নং ওয়ার্ডের, পশ্চিম ইছাকাঠী,ভূইয়া সড়ক এলাকায় ঐ অভিযান চলানো হয় এবং মৃতঃ আফতাব হোসেন ভূইয়ার ছেলে মোঃ আরিফুর রহমান ওরফে রিয়াজ ভূঁইয়ার (৪০) বাসার নিজ ঘর তল্লাশি করিয়া ওয়ারড্রবের নিচের তাক থেকে সর্বমোট ১২ বোতল ভারতীর কোডিনমিশ্রিত ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায় এবং তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল এয়ারপোর্টে থানায় নিজ বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে এধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত