বরিশাল ডিএনসির অভিযানে ১৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ জন।

 বরিশাল সদর উপজেলা দিকে চাঁদপুরা ইউনিয়ন থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৬ নভেম্বর শনিবার সকাল সারে আটটার সময় বন্দর থানাধীন ৮নং চাঁদপুরা ইউনিয়ন ৯নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামস্থ এইচ এম সাইফুল আলম এর দক্ষিণ ভিটির উওরদুয়ারি দুই কক্ষ বিশিষ্ট বসত বিল্ডিং এর ভাড়াটিয়া বাসায় তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবাসহ মৃত মজিদ হাওলাদারের পুত্র মামুন হাওলাদার (৩৪) কে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া বাসায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে। উল্লেখ, গোপন সংবাদের বিত্তিতে গত (১১নভেম্বর) কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ড সিএন্ডবি পোল এলাকা থেকে (দুই হাজার) পিস ইয়াবাসহ তার মা তাসলিমা বেগমকে আটক করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এসময় মামুন হাওলাদার পালিয়ে যায়। তারই সূত্র ধরে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশালের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘর তল্লাশি করে ১৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার ঝালকাঠি জেলার মোল্লার হাট এলাকার বাসিন্দা। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে এস.আই ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিজ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image