বরিশাল ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক।


বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে ৫ হাজার সাতশত পিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩রা মে) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) টোল প্লাজার পাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গত মঙ্গলবার(২রা মে) রাত সাড়ে ৮টায় বরিশাল কোতোয়ালি থানার দপদপিয়া টোল প্লাজা এলাকা সংলগ্ন এ.কে গ্লাস ওয়ার্ল্ড এন্ড থাই এর সামনে ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী ইমরান ট্রাভেলস নামক পরিবহন থেকে সর্বমোট ৫ হাজার সাতশত পিচ ইয়াবা সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন,রাঙ্গামাটি জেলার কাউখালী থানার কচুখালী গ্রামের বিদ্যুৎ এলাকা বাসিন্দা আঃ মোতালেব এর পুত্র মোঃ স্বপন মিয়া (৪৯)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বরিশাল কোতোয়ালি থানাধীন দপদপিয়া টোল প্লাজার পাশে একে গ্লাস ওয়ার্ল্ড এন্ড থাই দোকানের এর সামনে ঢাকা-কুয়াকাটাগামী ইমরান ট্রাভেলস পরিবহনে তল্লাশি করা হয়।এসময় এফ ১ সিটে বাসা একজন যাত্রীকে তল্লাশি করে ৫ হাজার সাতশত পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।মাদক নির্মূলে এধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।