প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ৫:৪৮ পূর্বাহ্ণ
বরিশাল ডিএনসির অভিযানে আবারো ৩৫ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার ০১
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে (৫ মার্চ) রোজ রবিবার সন্ধ্যা সারে সাতটার সময় বরিশাল কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়ার লাকুটিয়া সড়কস্থ সাধুর বটতলার রাস্তার পূর্ব পাশে অবস্থিত মীম ফার্নিচার নামীয় দোকান ঘরের সামনে বরিশাল শহরগামী পাকা রাস্তায় উপর থেকে ১টি টয়োটা কোম্পানির এক্স-করোলা মডেলের সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশী করিয়া সর্বমোট ৩৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন, ঢাকা সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউপির ৬ নং ওয়ার্ডস্থ নরসিংহপুর গ্রামের বাসিন্দা মোঃ ওমর ফারুক দাদন এর ছেলে মোঃ গোলাম রব্বানী আলিফ (৩১)।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক ডায়নামিক অফিসার জনাব এনায়েত হোসেন দৈনিক শতবর্ষকে জানান, গোপন তথ্য সংবাদের ভিওিতে নিশ্চিত হয়ে (৫ মার্চ) রোজ রবিবার সন্ধ্যা সাতটার সময় বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চৌকস অফিসারদ্বয় জনাব খন্দকার জাফর আহমেদ (উপ-পরিদর্শক) ও জনাব ইসতিয়াক হোসেন (উপ-পরিদর্শক), জানাব মোঃ ফারুক ও জনাব দিপংকর মন্ডল (সহকারী উপ-পরিদর্শক) ,জনাব ইমাম হোসেন শামীম (সিপাই), জনাব আঃ হামিদ, জনাব মোঃ ফয়েজ আহমেদ এবং জনাব মোঃ হেলাল উদ্দিন এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে গোপনে বরিশাল কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়ার লাকুটিয়া সড়কস্থ সাধুর বটতলার রাস্তার পূর্ব পাশে অবস্থিত মীম ফার্নিচার নামীয় দোকান ঘরের সামনে বরিশাল শহরগামী পাকা রাস্তায় উপর ডিউটি করতে থাকি। ডিউটি চলাকালীন আনুমানিক সন্ধ্যা সারে সাতটায় দিকে পূর্বের পাওয়া গোপন সংবাদ দাতার বর্ননা অনুযায়ী বরিশালগামী একটি টয়োটা কোম্পানির এক্স-করোলা মডেলের (যার রেজি নংঃ- ঢাকা মেট্রো -গ-২৫-৩২৪৫) সাদা রংয়ের প্রাইভেটকার থামিয়ে ঘেড়াওপূর্বক আটক করি ও স্থানীয় উপস্থিত জনতার সম্মুখ মোকাবেলায় উক্ত গাড়ির চালক মোঃ গোলাম রাব্বানী আলিফকে (৩১) বিধিমতে তল্লাশি করিয়া পরবর্তিতে আটকৃত গাড়িটির পিছনের অংশের ব্যাক ডালা খুলে তল্লাশিপূর্বক ভিতরে রাখা দুইটি কালো কাপরের ব্যাগের মধ্যে থেকে আকাশী রংয়ের পলিথিনে মোরানো (একটিতে ১৮ টি + অন্যটিতে ১৭ টি করে প্রতিটি প্যাকেটে ১ কেজি করে ৩৫ টি পোটলায়) সর্বমোট ৩৫ কেজি গাঁজাসহ মোঃ গোলাম রাব্বানী আলিফ(৩১) কে গ্রেফতার ও আটককৃত মাদক জব্দ করিয়া বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং গ্রেফতারকৃত আসামি মোঃ গোলাম রাব্বানী আলিফ (৩১) এর বিরুদ্ধে বরিশাল কাউনিয়া থানায় নিয়মিত একট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দ্বায়ের পূর্বক জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল ইউনিট প্রতিনিয়ত এধরণের মাদকবিরোধী অভিযান চলমান রাখবে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে সর্বদা প্রস্তুুত রয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত