বরিশাল জেলার দাড়িয়াল ইউনিয়নে দুস্থ গরীবের গরু চুরি


বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন,দাড়িয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদার একজন অসহায় ও দুস্থ-গরীব,যার পরিবারের যোগান বলতে নুন আনতে পান্তা ফুরায় যার। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার অসহায় গরীবের এক উৎকৃষ্ট উদাহরণ যার কঙ্কালসার দেহ এবং জীর্ণ-শীর্ণকৃষাণীর বেশ। নিজ পরিবারের অসচ্ছলতা থাকায় স্থানীয় এলাকার একজনের কাছ থেকে পূর্বে একটি গরুর বাছুর বর্গা নিয়ে খুব পরিশ্রম ও পরিচর্যায় লালন-পালন করে বড় করে তুলেছিলেন।
ভেবেছিলেন এই চলমান করোনা মহামারি দুর্যোগে আসন্ন কোরবানি ঈদে গরুটি বিক্রি করে যে টাকা পাবে সেটা ভাগের মাধ্যমে যা পাবে তা দিয়ে কিছুটা হলেও সংসার ও পরিবারের আহারের ব্যবস্থা করে কোন মতে চলতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখ জনক হলো তার গরুটি কতিপয় নেশাখোর ও দুষ্কৃতকারীরা চুরি করে জবাই করে খেয়ে গরুর অবশিষ্ট রক্ত মিশ্রিত নাড়ি-ভুড়ি,মাথা ও চামড়া নদীর ধারে ফেলে যায়। অসহায় গরীব লোকটির হাহাকারে যেকোনো শুভ-বুদ্ধির মানুষের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়।বড়দের কাছে শোনা আশির দশকের চিত্র যেনো আবার ফিরে এসেছে দাড়িয়ালে। দাড়িয়ালের বর্তমান অরাজকতা ও স্থানীয় বিচার ব্যবস্থা ভেঙে পড়ার বর্তমান চিত্র এটি।
এই অসহায় নিরপরাধ মানুষটি যাতে উচিত বিচার পায় তার ব্যবস্থা গ্রহন করে কৃতজ্ঞতা পাশে বাধিত করবেন। , সামাজিক যোগাযোগ মাধ্যমে দাড়িয়াল ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাবলু হাওলাদারের গরু চুরির একটি ঘটনা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে সন্ধেহ জনক ভাবে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। যে দুজন গ্রেফতার হয়েছে তার ভিতরে সাহিন খান ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। ঘটনা শুনে ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব,মনিরুজ্জামান খান মিল্টন এবং সাধারণ সম্পাদক জনাব, মনজুরুল ইসলাম মনির কে অবহিত করা হয়েছে।
তারা ইতিমধ্যেই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সহিদুল ইসলাম হাওলাদারকে ,উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ কে অবহিত করেছেন।তাদের সুস্পষ্ট নির্দেশনা যদি সাহিন গরু চুরির সাথে জড়িত থাকেন তাহলে তাকে যুবলীগ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে এবং সামাজিক ভাবেও কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।বাংলাদেশের যুবলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এখানে কেউ সমাজ বিরোধী সন্ত্রাসী কার্যক্রম করলে তাকে কোনো অবস্থাতেই ছার দেয়া হবে না। আশারাখি আইন শৃঙ্খলা বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করতে সক্ষম হবেন।তবে অনুরোধ থাকবে কোনো নিরাপরাধ লোক যেন হেনস্তা না হয়।আমরা দলীয় ভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিত করবো