বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন আজ বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে , তাদের সাপ্তাহিক মেডিটেশনের অনুষ্ঠান যা সাদাকায়ন নামে সর্বজন পরিচিত সেই অনুষ্ঠানের মাধ্যমে। বরিশাল বিভাগের পাঁচ জন পেয়েছেন এ পুরস্কার। পুরুস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীর জন্য ছিল সনদপত্র ও দশ হাজার টাকার বই। এতে বরিশাল জেলার তাসনিম তিশা রচনা প্রতিযোগিতায়, অসীম বণিক চিত্রাঙ্কনে, সায়মা জেরিন ভিডিও ক্লিপে , ঝালকাঠি জেলার মনোজ কুমার অধিকারী ও রনিত অধিকারী চিত্রাঙ্কনে বিজয়ী হন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ১৬ জনকে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য যে গত ২১ শে মে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে সারা দেশব্যাপী অন লাইনের মাধ্যমে মেডিটেশন ভিত্তিক রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, অনুভূতি প্রকাশসহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতার ঘোষনা দেয়া হয়। প্রতিযোগিতা বয়স ও পেশা সাপেক্ষে চারটি গ্রুপে বিভক্ত ছিল। এতে সারা বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করে হয় ২১ শে জুন বিশ্ব যোগ দিবসে। বিভিন্ন গ্রুপে সারা বাংলাদেশে মোট ৫৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করা হয়। লক ডাউনের কারনে এতদিন বরিশালে সম্ভব হয়নি পুরুস্কার বিতরন করার।
আজ কোয়ান্টামের সাপ্তাহিক সাদাকায়নের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল মাহমুদ । পুরুস্কার পেয়ে বিজয়ীরা অনেক আনন্দ প্রকাশ করেন। প্রতি শুক্রবার সকাল ৯ টায় ও বিকেল ৫ টায় শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য, এক কথায় সুস্থ ও হতাশা, টেনশন মুক্ত সুখী জীবন যাপনের জন্য এবং সকল মত পথ , ধর্মের সর্ব স্তরের মানুষের জন্য অনুষ্ঠিত হয় এ সাদাকায়ন অনুষ্ঠান। কোয়ান্টাম বরিশাল শাখার পরিচালক ফয়সাল মাহমুদ সবাই কে এ সাদাকায়ন অনুষ্ঠানে আসার আহবান জানান।