প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ১২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২২, ৩:২৮ পূর্বাহ্ণ
বরিশালে ০৫ ব্যবসা প্রতিষ্ঠানে ৩৯ হাজার টাকা জরিমানা ও আদায়
বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান।
০৭ অক্টোবর রোজ শুক্রবার বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকার সদর রোড, বি.এম কলেজ সড়ক এবং মাদ্রাসা এলাকাধীন বাজারে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃশাহ্ শোয়াইব মিয়া এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া সুলতানা। মেয়াদ উত্তীর্ণ ওষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা, মূল্য কেটে এম.আর.পি থেকে অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রয় করা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা,মূল্য তালিকা প্রদর্শন না করা,পণ্যের মোড়কে উৎপাদন -মেয়াদের তারিখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং অসাস্হ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ০৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯,০০০/- টাকা জরিমানা করা হয়।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত