বরিশালে সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধনসহ সাতদিনের আল্টিমেটাম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ৭ সাংবাদিকের উপর চিকিৎসকদের হামলা বিচারের দাবিতে আজ বুধবার বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) সংগঠনের নেতৃত্বে প্রতিবাদ সামাবেশ ও মানববন্ধন করেছেন বরিশালের সর্বস্তরের সাংবাদিকরা।

সংগঠনের সভাপতি স্বপন খন্দকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল রির্পোটাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারন সম্পাদক মিথুন সাহা, মেট্টোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুসহ অন্যন্যরা।

বক্তারা হামলার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। না হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image