সারা দেশে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এ কারনে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। কর্মহীন অসহায় হয়ে পড়েছে অনেক মানুষ। জুটছে না প্রতিদিনের খাবার। তাই ৭ জুলাই বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে অসহায় কর্মহীন ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরবর্তীতে পর্যায় ক্রমে আরো অনেক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান। ৩৫০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, ৫০০ গ্রাম সুজি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ আরও অনেকে । শুরুতে ছিল সংক্ষিপ্ত এক আলোচনা। তারপরই উক্ত ত্রান উপস্থিত পরিবারের সদস্যদের মধ্যে বিতরন করা হয়।