বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী দিবস উদযাপন


মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুর রহমান খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি দার মোহাম্মদ ইউনুস, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।