বরিশালে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে উৎসবিত নব-বর্ষবরন

বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী ১ লা বৈশাখ (১৪২৯) বৃহস্পতিবার এবং ইংরেজি বর্ষপঞ্জীতে ১৪ই এপ্রিল। বিশ্বের বৈশ্বিক মহামারী করোনার আতঙ্ক কাটিয়ে বিগত দুই বছর পর বরিশালে চারুকলা বরিশাল, উদীচী শিল্পগোষ্ঠি,বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বাংলা বর্ষবরণ-১৪২৯ সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত ও পালিত হয়েছে। দিনের শুরুতেই বরিশাল চারুকলায় বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও অপরদিকে “ফিরে চল মাটির টানে” উদীচী শিল্পগোষ্ঠি এবং বরিশাল নাটকের “নতুন বছরের পৃথক এই প্রতিপ্যাদ্য” নিয়ে বরিশালে উৎসব মুখরিত বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। মুক্তি যোদ্ধাদের সম্মাননা প্রদান, মঙ্গল শোভাযাত্রা,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার চমৎকার আয়োজন। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডের সিটি কলেজ প্রাঙ্গনে সকাল ০৭ ঘটকায় বাংলাদেশের জাতীয় সঙ্গিত পরিবেশনের পরপরই মঙ্গলগীত পরিবেশন করে বর্ষবরনের কার্যক্রম শুরু করে চারকলা বরিশাল। পরর্তিতে সকাল ০৮:০০ ঘটিকায় বর্ষবরন মঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও নব প্রজন্মের ছোট্র শিশুদের হাতে রাখি পড়িয়ে মঙ্গল শোভাযাত্রার শুভ সূচনা করা হয়। আবহমান বাংলার ঐতিহ্যকে স্বরন করে পালকি,ঘোড়া, দোয়েল, চিলসহ বড় আকৃতির চিত্রকল্প ও চিএায়িত শৈল্পিক কারুকাজে সজ্জিত ব্যানার এবং ঢাকিদের ঢাকের তালে তালে নগরীর বিভিন্ন সড়কে মঙ্গল শোভাযাত্রা ধর্ম,বর্ন বিভেদ ভুলে নগরবাসীদের নগর প্রদক্ষিণ শেষে সদররোড সিটি কলেজ মাঠ প্রাঙ্গনে চারুকলা বরিশালের আয়োজনে ছোট ছেলে মেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন চারুকলার আয়োজকবৃন্দ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসার ডঃ সাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম বার)বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ। অপরদিকে বরিশাল নগরীর বজ্রমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) মাঠ প্রাঙ্গন থেকে উদীচী শিল্পগোষ্ঠি ও বরিশাল নাটক সকাল ১০:০০ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা বেড় করে। পাশাপাশি উদীচী ও বরিশাল নটক একই মাঠে দুই দিন ব্যাপি বৈশাখী মেলারও আয়োজন করে। অন্যদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বন্দরোডস্থ শিল্পকলা একাডেমিতে বর্ষবরন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারী ব্যক্তিগন বলেন,শুধু একদিনের জন্য নয় ভ্রাতৃবোধ এবং অসাম্প্রদায়িক চেতনা যা বাংলার ঐতিহ্য সেটা বহমান থাকুক বছর জুড়ে। নতুন বর্ষবরণ উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন সড়কে ও স্থানে শান্তি-শৃংখ্যলা বজায় ও অপৃতিকর ঘটনা এরাতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশ (ডিবি) কঠোরভাবে নিরাপত্তা জোরদারের মাধ্যমে দিনটি পালিত হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *