বরিশালে ভোক্তা অধিদপ্তরের ০৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা।
আজ শুক্রবার ২ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এবং সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৮ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৯,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এছাড়াও অভিযান চলাকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। উপস্থিত জনগন, ব্যবসায়ী, ও ক্রেতাদের মাঝে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং জনস্বার্থে বাজার তদারকিমূলক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।