মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে বরিশাল মহানগরীর প্যারারা রোড,সদর রোড, হাসপাতাল রোড এবং জর্ডান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময বরিশাল মহানগরীর বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারসহ ও বিভিন্ন ফার্মেসিতে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৮ ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৫,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শাহ্ শোয়াইব মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও সংরক্ষণ করা, ঔষধের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা,মেয়াদ উওীর্ণ ঔষধ বিক্রয় কিংবা বিক্রয়ের জন্য ভোক্তার কাছে প্রস্তাব করা, সর্বোচ্চ খুচরা বিক্রিক মূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রয়ের সুনির্দিষ্ট তথ্যের প্রমান নিশ্চিত হওয়ার অপরাধে ০৩ টি ডায়াগনিস্টিক সেন্টারকে ৩৫,০০০/- হাজার টাকা এবং ০৫ টি ঔষধের দোকানকে ৪০,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সার্বিক কার্যক্রমে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর একটি টিম এবং স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ জাকির হোসেনের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক জনাব অপূর্ব অধিকারীর নেতৃত্বে বাজার তদারকিমূলক এ অভিযানে সঙ্গীয় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র,সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ্ শোয়াইব মিয়া।
তিনি আরও জানান,দেশের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংক্রান্ত লিফলেট বিতরণসহ সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে।