আজ ১৪ সেপ্টেম্বর বুধবার বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ০৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৭,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। অসাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে খানাপিনা কে ১০,০০০/-, আম্মাজান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪,০০০/-, নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রয় করা, পণ্যের মোড়কে এমআরপি না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় হার্ফি ডিপার্টমেন্টাল স্টোরকে ৩০,০০০/- এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে বিসমিল্লাহ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩,০০০/- প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী,সহকারী পরিচালক সুমি রানী মিত্র, জনাব সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃশাহ্ শোয়াইব মিয়া। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রােপলিটন পুলিশের একটি টিম এবং বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃরাসেল সিকদার। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।