বরিশালে ব্রাদার্স ফার্নিচার লিঃ এর শো-রুম উদ্ভোদন।।


অদ্য (১৯জুলাই) রোজ বুধবার বিকেলে বরিশাল নগরীর পুলিশ লাইন সংলগ্ন শহীদ নজরুল ইসলাম রোডে ব্রাদার্স ফার্নিচার লিমিটেড এর বরিশাল শোরুম শুভ উদ্বোধন। বরিশালে ব্রাদার্স ফার্নিচার লিমিটেড এর শুভ উদ্বোধন উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার ফার্নিচার লিমিটেড এর ডিরেক্টর শরিফুজ্জামান সরকার, অ্যাসোসিয়েট ওয়াজেদ হোসেন চৌধুরী (রতন),বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তহিদুল ইসলাম, ব্রাদার ফার্নিচার লিমিটেড এর সহকারী ব্যবস্থাপ মোহাম্মদ আলিম উল রেজা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল এর সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, এসএ টিভি বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক সম্পাদক মুজিব ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।