ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগসহ নগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয়ে ব্যাপক আলোকসজ্জ্বা করা হয়েছে। ১৭ই মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দগন নগরীর সোহেল চত্বরের এনেক্স ভবনের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ০৯:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতে’র স্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত সময় উপস্থিত ছিলেন,বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আ’লীগের সভাপতি এ কে.এম.জাহাঙ্গীর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূস,বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও আইনজিবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম (খোকন) সহ প্রমুখ রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ। এছাড়া নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগেও নানান কর্মসূচি পালন করা হয়েছে এবং সকাল ০৯:৩০ ঘটিকায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহন এবং জেলা প্রশাসনের উদ্যোগে নগরীরতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরবর্তীতে বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে দিবসটি উপলক্ষে শিশু কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিকাল ০৩:০০ ঘটকায বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।