বরিশালের কীর্ওনখোলা,কালাবদর,সুগন্ধা ও বিষখালী নদীতে কোষ্টগার্ড, নৌ-পুলিশ ও বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে ১২ জেলেকে সর্বমোট ১৫ টি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করেছে মৎস্য অধিদপ্তর। এ সময় লক্ষাধিক মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাসানচরের কালাবদর নদীতে অভিযান চালানো হয়।
এ সময় ১৫টি ইঞ্জিন চালিত নৌকা থেকে ইলিশ শিকাররত অবস্থায় থাকা প্রথমে ০৬ জেলেকে এবং পরবর্তীতে আরো ০৬ জেলেসহ সর্বমোট ১২ জেলেকে আটকসহ বিপুল পরিমান জাল জব্দ করা হয়।
জব্দকৃত অবৈধ জাল ও ট্রলারসহ আটককৃতদের বরিশাল কীর্তনখোলা নদীর ডিসিঘাট এলাকায় নিয়ে এসে সেখানে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এদের মধ্যে একজন বয়স্ক ও শিশু জেলেকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। বাকীদের এক বছর করে কারাদন্ড দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
অপরদিকে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৩টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৮৮টি মাছঘাট, ৩৩৫টি আড়ৎ ও ২২৫টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের দ্বায়িত্বরত কর্মকর্তারা। উল্লেখ্য, গত (১১ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী (২ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থল সহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। আর চলমান এ নিষেধাজ্ঞার সময় বরিশাল বিভাগের আওতাধীন সর্বমোট ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ চলছে।