প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ
বরিশালে বিপুল পরিমান ইয়াবাসহ ০১ জন মাদক কারবারি আটক।।

বরিশাল মহানগরীর গীর্জা মহল্লা এলাকা থেকে ১৬'শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানার এস.আই আরাফাত হাসান। অদ্য (৩০ জুলাই) রোজ রবিবার সকাল সারে দশটায় নগরীর গীর্জা মহল্লা এলাকা থেকে সুমনকে প্রথমে (২০০পিস) ইয়াবাসহ আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার এস আই (সেকেন্ড অফিসার) মো. আরাফাত হাসানসজ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পান,গীর্জা মহল্লা এলাকায় বিক্রির উদ্দেশ্যে আটকৃত সুমন (৪১) নামে এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছেন। এমন তথ্য সুত্রে সুমনের দেহ তল্লাশী করে (দু’শো পিচ) ইয়াবা উদ্ধার ও জব্দ করে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিগ্গাসাবাদে সুমনের দেওয়া তথ্য অনুযায়ী নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কাশিপুর চহঠা এলাকার মোঃ রাসেল হাওলাদারের বাসা তল্লাশী করে আরো (১৪’শো) পিস ইয়াবা উদ্ধার করেন।
তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মৃত আঃ মালেক হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত