বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক মেডিটেশন আয়োজন

বঙ্গবন্ধু

 “সমাজের সর্বস্তরের মানুষের কাছে মেডিটেশন পৌছে দিচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন“। ১৪ ই জুন ২০২১ ইং সাল রোজ সোমবার বিকাল ০৫:৩০ ঘটিকার সময় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাজের সকল মানুষের জন্য মেডিটেশনের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। শুরুতেই ছিল পনের মিনিটের আলোচনা ।

আলোচনার বিষয়বস্তু ছিল মেডিটেশন কি? সুস্থতা ,রোগ নিরাময়,সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্য মেডিটেশন এবং তার পর ত্রিশ মিনিটের একটি মেডিটেশন। বিগত ২১ শে মে ২০২১ সাল সারা বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন প্রথমবারের মত “বিশ্ব মেডিটেশন দিবস” উদযাপন করে এবং তারই ধারাবাহিকতায় কোয়ান্টাম ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় আয়োজন করছে মেডিটেশনের।

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভিন্ন পেশাজীবির প্রায় শতাধিক মানুষ এই মেডিটেশনে অংশগ্রহণ করেন। মেডিটেশন শেষে তারা তাদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখিত যে গত তিন দশক ধরে কোয়ান্টাম মেডিটেশন চর্চা ও শিক্ষা দান করে আসছে।

এ পর্যন্ত মেডিটেশনের ৪৭৪ টি ব্যাচ (কোয়ান্টাম মেথড) সম্পন্ন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। উদ্ভাবক কর্তৃক এককভাবে চার দিন চল্লিশ ঘন্টার এ কোর্স পরিচালনা করা ইতিহাসের একটি বিরল ঘটনা। আগামী ১৮,১৯,২০ ও ২১ জুন ঢাকার কাকরাইলের আই.ডি.বি.ই হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়ান্টাম মেথডের ৪৭৫ তম ব্যাচ যা বাংলাদেশে মেডিটেশন চর্চার জন্য এক মাইল ফলক হতে যাচ্ছে।

বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, রোগ নিরাময়ের জন্য , সুস্থতার জন্য মেডিটেশন চর্চা এখন সর্বজন স্বীকৃত ও উৎকৃষ্টতম পন্থা। বর্তমান ও চলমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কালীন সময়ে বাংলাদেশের হাজার হাজার মানুষ মেডিটেশন করে আতঙ্ক ও সঙ্কামুক্ত থেকেছেন , সুস্থ থেকেছেন, করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্ত হয়েছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবক মূলক প্রতিষ্ঠান। বিগত বছর নোভেল করোনায় যারা মারা গেছেন এই পর্যন্ত তাদের দাফন, সৎকার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বৃন্দ।

এখন পর্যন্ত কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ সুস্থ আছেন এবং আতঙ্কমুক্ত থেকে স্বাভাবিক জীবন যাপন করছেন। সুস্থতার মূল চালিকাশক্তি হিসেবে তারা দেখছেন মেডিটেশনকে। তাই আতঙ্কমুক্ত, ভয়মুক্ত , সঙ্কামুক্ত সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন পৌছে দিচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে।

মেডিটেশন এমনি একটি পন্থা যেটা মানুষের মানসিক টেনশন, মনের অস্থিরতা,ভয়,আতঙ্ক, নেতিবাচকতা দূর করে ফেলে। মেডিটেশন চর্চাকারী আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে মেডিটেশন চর্চাকারী সর্বদা মুক্ত হয়ে থাকে। নিয়মিত মেডিটেশন চর্চায় আত্ম শক্তির জাগরন ঘটে এবং সকল অশুভ প্রভাব দূর করে মানুষের মনে শুভ শক্তির জাগরন ঘটায়।

ফলে অর্জিত হয় শিক্ষায় সাফল্য , পেশাগত সাফল্য,কাজে আসে গতি এবং সুস্থতা ও প্রাচুর্যে অবগাহন করতে পারে যে কেউ। তাই কোয়ান্টাম ফাউন্ডেশন আহ্বান করছে সমাজের সর্বশ্রেনীর মানুষের প্রতি, আসুন মেডিটেশন করুন, সুস্থ সফল সুখী জীবন গড়ুন ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *