বরিশালে নৌকার পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের নেতারা


আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে (খোকন সেরনিয়াবাত) এর নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বরিশালের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের নেতারা।
বরিশাল জেলা-মহানগর পুজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, যুব ঐক্য পরিষদ বরিশাল জেলার নেতারাবিগত এক সপ্তাহের অধিক সময় এ প্রচারণা চালিয়ে আসছেন এবং সাধারণ মানুষের কাছে প্রার্থনা করেছেন বরিশালের নৌকার মাঝি খোকন সেরনিয়াবাতের পক্ষে ভোট।
এতে নেতৃত্ব দিচ্ছেন, পুজা উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার সভাপতি মানিক মুখার্জী কুডু, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, পুজা উদযাপন কমিটি মহানগরের সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সেন গুপ্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি চন্দন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব সিংহ বর্মন ও সদস্য শুভ দাস প্রমুখ।
নৌকাপ্রার্থীর প্রচারণায় নেতৃত্বদানকারী মানিক মুখার্জী কুডু বরিশালটাইমসকে বলেন, নৌকাপ্রার্থীকে বিজয়ী করতে তাদের সম্প্রদায়ের লোকজন সপ্তাহখানেক ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি নগরীর পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। নৌকাপ্রার্থীর প্রচারণায় নেমে সাধারন মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে জানান মানিক মুখার্জীসহ অন্যান্য উপস্থিত হিন্দু নেতৃবৃন্দ।