বিদ্যা ও বুদ্ধির দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা হিন্দু সম্প্রদায় জাতি ও গোষ্ঠীর একটি অন্যতম এই ধর্মীয় উৎসব। বর্ষপঞ্জি অনুসরণ করে গত ৫ই ফ্রেব্রুয়ারী ২০২২ সাল ও ১৪২৮ বঙ্গাব্দের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেওয়া হয় মন্ত্র ও গভীর প্রার্থনার মাধ্যমে। এরই ধারাবাহিকতাই বরিশালের ভাঁটিখানা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও কালী মাতার পূজা মন্দির প্রাঙ্গনে ভাটিখানা পূজা উদযাপন পরিষদ ও একটি হিন্দু কিশোর-কিশোরীদের সেচ্ছাসেবী নবসংগঠিত ভবতারিনী ক্লাবের উদ্যোগে সম্পন্ন হয়েছে সরস্বতী পূজা ও অর্চনার অানুষ্ঠানিকতা। মহানগরীর প্রায় প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের ঘর- বাড়ি, স্কুল-কলেজ, স্থানীয় সার্বজনীন মন্দির ও ব্যক্তিগত মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই পূজার আয়োজন করে। চলমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনাধীন রেখে এবং বাংলাদেশ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ মেনে সকলকে মাক্স পরিধান করে সল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া এবার জাতীয় প্রেস ক্লাবেও পূজা ও অর্চনা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।