বরিশালে তরুণ সংঘের উদ্যোগে ঈদ উপহার পেয়ে হতদরিদ্র গরীব মানুষের হাসিমুখ


পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষে বরিশাল তরুণ সংঘের উদ্যোগে গরিব মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর প্রানকেন্দ্র বিবির পুকুর পাড় থেকে এ কার্যক্রম শুরু হয়। পরবর্তিতে পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই উপহার পৌঁছে দেয়া হয়। এসময় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল তরুণ সংঘের সভাপতি মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি চাঁন আকন, সাধারন সম্পাদক এইচ আর হীরা, দপ্তর সম্পাদক রূপন কর অজিত, আইটি বিষয়ক সম্পাদক হাফিজ স্বাধীন, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সদস্য বিশ্বজিৎ কুমার রয় সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।