বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে (২০ পিস) ইয়াবাসহ পলাশপুর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্লাকে আটক করা হয়েছে। কাউনিয়া থানাধীন ৪নং ওয়ার্ড ভাটিখানা সড়কস্থ মোঃ সোহেল খান এর ০২ তলা বিল্ডিং এর নিচ তলার দক্ষিন পাশের ভাড়াটিয়া মোঃ মানিক মোল্লা (৪২) এর নিজ কক্ষ বসত ঘরের দক্ষিন পাশের ওয়ারড্রবের উপর।
একটি হলিউড সিগারেটের প্যাকেটের ভিতর নীল রংয়ের জিপার প্যাকেটের মধ্যে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (২০ পিস), জব্দ করে। ঘটনা স্থাল থেকেই নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর দলিল উদ্দিন স্কুলের সামনে বাসিন্দা মৃত্যু রশিদ মোল্লার পুত্র মোঃ মানিক মোল্লাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২আগষ্ট) সকাল ৯ টার সময় আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পলাশপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্লা (১০কেজি) গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার বাসায় হেফাজতে রাখা হয়েছে। এমন তথ্য সুত্রে বিভাগীয় গোয়েন্দা টিম। ভাটিখানা এলাকার ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। কিন্তু গাঁজা উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর বাসা থেকে সিগারেটের প্যাকেট থেকে (২০পিস) ইয়াবা উদ্ধার করা হয়েছে।