বরিশালে ডিএনসির অভিযানে এবার দুই হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চলছে একের পর এক চৌকস মাদকদ্রব্য উদ্ধার অভিযান।

এরই ধারাবাহিকতায় বরিশাল থেকে (২০০০) দুই হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার হন। অদ্য শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর পাঁচটার সময় দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা টু কুয়াকাটা যমুনা লাইন পরিবহনে অভিযান পরিচালনা করেন। এসময় বাসে তল্লাশী করে যাএী বেশে থাকা এক নারীর কাছে থাকা দুই হাজার তিন, পিস ইয়াবাসহ জব্দ ও নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি হলেন ,পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধূলাশার ইউনিয়ন ৭নং ওয়ার্ড চর চাপলি গ্রামের বাসিন্দা মোঃ কাশেমের স্ত্রী সালমা বেগম (৪১)। বিষয়টি নিশ্চিত বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডায়নামিক অফিসার সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেন। এসময় বাস তল্লাশী করেন দুই হাজার তিন পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই মোহাম্মদ আব্দুল মজিদ বাদি হয়ে মামলা দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *