বরিশালে ইজিবাইক ও ব্যাটারীচালিত রিক্সাচালক শ্রমিকদের আনন্দ-বিজয় মিছিল

ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চুড়ান্ত কর, লাইসেন্স প্রদান,পার্কিং-স্ট্যান্ড নির্ধারন ও অযথা খেটে খাওয়া শ্রমিকদের মামলা-হয়রানি- নির্যাতন বন্ধ কর,দীর্ঘদিন ধরে এই আন্দোলনের প্রতিফলন হিসেবে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যাতিত সর্বত্র চলাচলে হাইকোর্টের রায় পাওয়ায় ব্যাপক আনন্দ ও বিজয় মিছিল করেছে বরিশালের ইজিবাইক ও ব্যাটারিচালিত রিক্সা,অটোরিকশার যানবাহনের কয়েক শত শ্রমিক সদস্যরা। আজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বিরাট আনন্দ মিছিল আয়োজন করে রিক্সা,ব্যাটারি রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি। ব্যাটারি,রিক্সা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটির সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে আনন্দ ও বিজয় মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল নৌযান ফেডারেশনের সভাপতি মাস্টার অবুল হাসেম,বরিশাল জেলা মহিলা ফ্রন্ট নেত্রী জোহরা রেখা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন,-সম্পাদক শোভন রহমান, নেতা বিজন সিকদার,শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার,শহিদুল ইসলাম,দুল্লা মল্লিকসহ উপস্থিত শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ। এসময় বাসদের সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী বলেন, আমরা দীর্ঘ ১০ বছর আইনী লড়াই করার মাধ্যমে উচ্চ আদালত থেকে এই রায় পেয়েছি। আজকের পর থেকে কারনে-অকারনে শ্রমিকদের বিরুদ্ধে অবৈধ যানবাহন বলে হয়রানি মূলক মামলা দিয়ে অসহায় শ্রমিকদের পকেট কেটে টাকা নেওয়া হলে সাধারন শ্রমিক সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে এবং অভিলম্বে দ্রুত নীতিমালা খসড়া তৈরী করে ইজিবাইকের লাইসেন্স দেওয়ার দাবী জানান তিনি। পরবর্তীতে বিশাল এক আনন্দ-বিজয় মিছিল বেড় করে নগরীর ফজলুল হক এ্যাভিনিউ,চকবাজার,কাটপট্রি,সদররোডে এসে বিজয় মিছিল শেষ করা হয়। এ সময় নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষেরা তীব্র ভোগান্তির সম্মুখীন হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *