বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ১২ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করে স্থানীয়রা এবং পরবর্তীতে আটকৃতদের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
সোমবার ২০ জুন বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চরানল বুড়িংচং গ্ৰামের মোঃ সফিক হোসেনের ছেলে মোঃ ফারুক হোসেন (১৯), গাইবান্ধা জেলার পঞ্চবাড়িয়া গ্ৰামের দুলাল মিয়ার ছেলে সুজন মিয়া (১৮), আখাউড়র বড় গাঙচড়িয়া গ্ৰামের ইয়াসিন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (১৮) ও বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ সদর উপজেলার চরহোগলা গ্ৰামের দেলোয়ার হোসেন মোল্লার ছেলে আব্দুর রহমান মোল্লা (১৯)।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সফিকুল ইসলাম জানান,আটককৃত ফারুক, সুজন ও সাহাদাত ভোলার ইলিশা ঘাট থেকে একটি স্পীডবোটে করে মেহেন্দিগঞ্জের লঞ্চ ঘাট এসে নামে।এ সময় তাদের গন্তব্য পৌঁছে দিতে মেহেন্দিগঞ্জের মোটরসাইকেল চালক আব্দুর রহমান মোল্লা আসে। তাদের গতিবিধি সন্দেহ জনক হলে স্থানীয়রা তাদের সাথে থাকা ব্যাগ চেক করে এবং তাদের নিকটে থাকা ব্যাগে গাঁজা দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ব্যাগে থাকা ১২ কেজি গাঁজাসহ আটক করে আর একজন স্পীডবোটটি নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
[সুএঃ ঢাকা মেইল]