স্বেচ্ছা রক্তদানই যার প্রধান উৎস। স্বেচ্ছা রক্তদানে সর্বস্তরের মানুষের আগ্রহ ও অংশগ্রহণ যত বাড়বে বিশুদ্ধ রক্তপ্রাপ্তির সম্ভাবনাও তত বাড়বে। আর তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিকেল তিনটায় কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল শাখার আয়োজনে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক জনাব ফয়সাল মাহমুদ। এতে বরিশালের বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের অংশগ্রহণ করেন। রক্ত দানের পর প্রত্যেক রক্তদাতাকে ডোনার কার্ড ও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
পরবর্তীতে তাদের প্রত্যেককে হেপাটাইটিস -বি, হেপাটাইটিস-সি,এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়ার স্ক্রিনিং রিপোর্ট বিনামূল্যে দেয়া হবে।
এর আগে সকাল ১০ টায় ঝালকাঠি কালেক্টরেট বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জনপ্রতিনিধি জনাব আলহাজ্ব আমির হোসেন আমু (এম.পি) ও ঝালকাঠির জেলা প্রশাসক জনাব ফারাহ্ গুল নিঝুম।
উল্লেখ্য আমাদের দেশে প্রতিবছর প্রায় আট লক্ষ ইউনিট রক্ত প্রয়োজন হয়। একসময় (২০০১ সালের জরিপ অনুযায়ী) প্রয়োজনীয় এ রক্তের একটা বড় অংশই (৪৭%) আসত পেশাদার রক্তবিক্রেতাদের কাছ থেকে কিন্তু এখন এর হার নেমে এসেছে মাত্র ১২% ।
কোয়ান্টাম রক্ত কার্যক্রম প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। তখন শুধু ভ্রাম্যমান রক্তদাতাদের সমন্বয়ের কাজটিই কোয়ান্টাম করতো। ২০০০ সালে ঢাকার কাকরাইলে প্রতিষ্ঠিত হয় নিজস্ব ল্যাব। এরপর থেকেই এ কার্যক্রমটিতে গতির সঞ্চার হতে শুরু করে। ২২ বছরের পথ পরিক্রমায় এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর ২০২২) কোয়ান্টাম সরবরাহ করেছে ১৪,৩৭,৯২৭ ইউনিট রক্ত ও রক্ত উপাদান। আর সংগ্রহ করেছে মোট ৯,০৪,৩৯৮ ইউনিট রক্ত। তারই ধারাবাহিকতায় বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনেও গড়ে ওঠে কোয়ান্টাম ব্লাড ডোনার পুল।