বরিশালের দুই মাদক কারবারি ভোলা ইলিশাঘাটে ১০৮৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।।


বরিশাল নগরীর দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ১ হাজার ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টহল টিম। গত শনিবার ১৬ এপ্রিল ভোর সাড়ে ৬ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন বরিশাল জেলার কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার শংকর চন্দ্র হালদারের ছেলে জয়চন্দ্র হালদার, অপরজন একই জেলার কোতোয়ালি মডেল থানাধীন নাজির মহল্লার আলী আকবরের (একজন মুক্তিযোদ্ধ্যা) ছেলে বরকত আলী রুম্মান। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের (উপ-পরিদর্শক) এস.আই শেখ ফরিদ উদ্দিন জানান,আটককৃত দুই মাদক কারবারি বন্দর নগরী চট্টগ্রামের কক্সবাজার থেকে পাইকারী ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ভোলা হয়ে বরিশালে নিয়ে যাচ্ছে এমন গোপন তথ্য সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ১ হাজার ৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এস.আই শেখ ফরিদ উদ্দিন আরও জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা এর আগেও চট্টগ্রাম ও কক্সবাজার থেকে গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান বরিশাল নিয়ে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করতেন। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বিরুদ্ধে আগে থেকেই আরও বরিশালে বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।