মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি মাদক বিরোধী অভিযানে এক হাজার দুইশত পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে তবে আসামী পলাতক রয়েছে বলে জানা গেছে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা শাখার বিভাগীয় সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অদ্য (২১ মার্চ) রোজ মঙ্গলবার দুপুরের দিকে গোপন তথ্যের ভিওিতে গোয়েন্দা শাখার চৌকস অফিসারদ্বয়ের সমন্বয়ে একটি রেইডিং টিম নিয়ে গৌরনদী মডেল থানাধীন ৭ নং শরিকল ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামের (পলাতক আসামী) মোঃ রুবেল সরদারের নিজ দখলীয় দোকানঘর তল্লাশি করে সর্বমোট ১২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। তবে উক্ত ঘর তল্লাশির পূর্ব মূহুর্তে আসামি আমাদের উপস্থিতি টের পেয়ে পলায়ন করতে সক্ষম হয় যার ফলে আসামীকে না পাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক আসামী হলেন, গৌরনদী মডেল থানাধীন ৭ নং শরিকল ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামের মোঃ আমিন সরদারের পুত্র মোঃ রুবেল সরদার।
তিনি আরও জানান, অদ্য অভিযানে উদ্ধারকৃত জব্দ করা মাদক ১২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাতক আসামীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।