বরিশালের গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকসম্রাট শহীদ প্যাদার অন্যতম সহযোগী গ্রেফতার

 বরিশাল মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদক বিরোধী অভিযানে সর্বমোট (৩৫৫০) তিন হাজার পাঁচশত পঞ্চাশ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি (পলাতক) শহীদ প্যাদার অন্যতম সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, অদ্য (০৪মে) বৃহস্পতিবার সকালে বরিশাল গৌরনদী মডেল থানাধীন টরকী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত মেসার্স লিলি ট্রেডার্স এর সম্মুখে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর থেকে দন্ডায়মান অবস্থায় সর্বমোট ৩৫৫০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং আরেকজন ঘটনাস্থল থেকে পালায়ন করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামী ও হলেন, বরিশাল বাবুগঞ্জ থানাধীন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউপির ৭নং ওয়ার্ডস্থ চর ভূতের দিয়া এলাকার বাসিন্দা মৃত: মোঃ নুর আলম হাওলাদারের ছেলে মোঃ মিন্টু হাওলাদার(৩০)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এনায়েত হোসেন জানান, গোপন তথ্য সংবাদের ভিওিতে নিশ্চিত হয়ে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের চৌকস অফিসার দ্বয়ের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম নিয়ে ডিউটি চলাকালীন সময়ে অদ্য (০৪মে) বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বরিশাল গৌরনদী মডেল থানাধীন টরকী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত মেসার্স লিলি ট্রেডার্স এর সম্মুখে ঢাকা-বরিশাল মহাসড়কের উপর থেকে দন্ডায়মান অবস্থায় বিধিমতে তল্লাশি করিয়া সর্বমোট ৩৫৫০ পিস ইয়াবাসহ বর্নিত আসামিকে গ্রেফতার করা হয় তবে উক্ত সময়ের পূর্বেই আমাদের উপস্থিতি টের পেয়ে পলায়ন করতে সক্ষম হয় বরিশাল বাবুগঞ্জ থানাধীন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউপির ৬নং ওয়ার্ডস্থ চর উওর ভূতের দিয়া এলাকার বাসিন্দা মৃতঃ কাদের পেদার ছেলে কুখ্যাত মাদক কারবারি ও বেশ কয়েকটি মাদক মামলার আসামি মোঃ শহীদ প্যাদা(৪৫)। তিনি আরও জানান, উল্লেখিত গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এস.আই জনাব ইশতিয়াক হোসেন নিজ বাদী হয়ে বরিশাল গৌরনদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং মাদক নির্মূলে এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *