বরিশালের গৌরনদীতে তিনশত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।।
বরিশালের গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকার পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বানরীপাড়া উপজেলার কঁচুয়া গ্রামের মফিজ বেপারীর ছেলে জসিম বেপারী (৩৫) এবং মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জয়নাল বালীর ছেলে শহিদুল ইসলাম (৪৫)। গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় করোনাকালীন বিধি-নিষেধ কার্যকর করতে একদল পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করছিলেন।এ সময় সন্দেজনক ভাবে ঐ দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে চেকপোস্ট পুলিশ দুই যুবককে আটক করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে তিন শত পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার রাত গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সুএে জানা গেছে।